আসসালামু-আলাইকুম,
কোডজগত টিম একটি দ্বীনী পরিবার। আমরা চেষ্টা করি, দ্বীনী পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে।
কোডজগতের কোর্স ফি তুলনামূলক এমনিতেই কম। এছাড়াও কোডজগতে কিস্তিতে কোর্স ফি পরিশোধ করার ব্যবস্থাও আছে। এরপরেও আপনি যদি আর্থিকভাবে অসচ্ছল হওয়াই উক্ত ফি প্রদাণে সক্ষম না হন সেক্ষেত্রে পুওরফান্ডের জন্য আবেদন করলে ইনশাআল্লাহ আপনার বিষয়টি বিবেচনা করা হবে।

উল্লেখ্য যে, কোনো শিক্ষার্থী যেই কোর্সে পুওরফান্ডের আবেদন করবে এবং সেই আবেদন গৃহীত হবার পর উক্ত কোর্সে তাকে অবশ্যই সকল ক্লাসের ৯০% উপস্থিতি থাকতে হবে। অন্যথায় আপনাকে পুওরফান্ডের সুবিধা বাতিল বিবেচিত হবে। সেক্ষেত্রে সম্পূর্ণ ফি প্রদান করতে হবে।

Poor Fund Apply Form

সবগুলো তথ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য পূরন করতে হবে। অসম্পূর্ন আবেদন গ্রহনযোগ্য নয়। আপনার পুওর ফান্ডে আবেদনের বিষয়টি ইনশাআল্লাহ গোপন রাখা হবে।